আজই ধর্মঘট প্রত্যাহারে আশাবাদীঃ সেতুমন্ত্রী
ওয়ান নিউজঃ পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে বুধবার মন্ত্রী তার কার্যালয়ে সংশ্লিষ্ট অন্য মন্ত্রী ও পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।
বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এক-দুজন তো ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন না। প্রত্যেকটি সংগঠনের একটা নিয়ম আছে। তারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আজকের মধ্যেই এ বিষয়ে ফলাফল দেখা যাবে।’
অপর একটি সূত্র জানায়, এ সিদ্ধান্তের বিষয়ে দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হবে। তারপর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বুধবারের মধ্যেই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসবে বলেও জানাচ্ছে ওই সূত্রটি।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এ রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেয় চুয়াডাঙ্গা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এরপর খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। পরে মঙ্গলবার সকাল থেকে সারাদেশে এ ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.