আগুন লাগার ভয়ে সাড়ে তিন লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে মার্সিডিজ

ওয়ান নিউজ ডেক্সঃ আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ৩ লাখ ৫৪ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে জার্মান গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান মার্সিডিজ। ২০১৫ থেকে ২০১৭ সালের বেশ কয়েকটি মডেলের গাড়ি এরমধ্যে রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)।

এনএইচটিএসএ জানিয়েছে, গাড়ির বিদ্যুত সংযোগের ক্ষেত্রে ত্রুটি দেখা দিয়েছে। লিমিটার ও ফিউজের সংযোগে ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রোটেক্টর দিয়ে ফিউজের ওভারলোড ঠেকানো হয়। তবে এবার সেই প্রোটেক্টরকেই নিরাপদে রাখার প্রয়োজন দেখা দিয়েছে। ট্রাফিক সেফটি এডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, যে পরিমাণ বিদ্যুৎ গাড়িগুলোতে উৎপন্ন হয়, সেটা সামলানোর সক্ষমতা প্রোটেক্টরের নেই। এজন্যই গাড়িগুলোকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে মার্সিডিজ।

এক বিবৃতিতে মার্সিডিজ জানায়, তাপের কারণে কাছাকছি কিছু গলে যেতে পারে, এমনকি আগুনও লাগতে পারে।

তবে গাড়িগুলো এই মুহূর্তে ঠিক করতে পারবেনা মার্সিডিজ। প্রয়োজনীয় যন্ত্রাংশ তাদের কাছে নেই। মার্চের শেষ দিকে গাড়িমালিকদের সতর্ক করবে তারা এবং জুলাইয়ে যন্ত্রাংশ হাতে আসার পর আবারো ডাকা হবে গাড়িমালিকদের। ইয়াহু নিউজ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.