আগামী ১১ ও ১২ফেব্রুয়ারী তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

মোঃ ইউছুফ, ঈদগড়ঃ   কক্সবাজার জেলাধীন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ঈদগড় ইসলামী সমাজ কল্যাণ ও সৌদি প্রবাসী দরিদ্র কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০১৮ ইংরেজি রোজ রবি ও সোমবার ঐতিহাসীক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিল সফল করার লক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্হানীয় ঈদগড় বাজার এবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে বিকাল ৩টায় আয়োজিত প্রস্তুতি সভা ছাত্র সাজোয়ার কামালের পরিচালনায় সভাপতিত্ব ছিলেন হাজ্বী মমতাজ আহম্মদ।

আলোচনা করেন আলহাজ্ব দিদারুল ইসলাম দিদার আহবায়ক সমাজ কল্যাণ পরিষদ ঈদগড়, নুরুল হুদা সভাপতি বাজার ব্যবসায়ী সমিতি, মৌঃ হাবিব উল্লাহ সেক্রেটারী সম্মেলন সংস্হা, মাওঃইউনুচ বিন নজির শিক্ষক,মৌঃ মোঃ আলি সাবেক আহবায়ক অত্র পরিষদ, উপস্তিত ছিলেন আলমগীর হোসাইন এমইউপি, দিাদরুল ইসলাম কাজল, বনি আমিন,শাহজাহান মনির, মৌঃ হেলাল উদ্দীন, সাংবাদিক আব্দুল হামিদ,সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক মাসেদুল হক আরমান,সাংবাদিক জাফর ইকবাল প্রমুখ।

উক্ত মাহফিলে ১ম দিন প্রধান মুফাচ্ছির:-ড.বি এম মুফিজুর রহমান আল আজাহারী, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, বিশেষ মুফাচ্ছির হাফেজ বশির আহম্মদ খতিব চকরিয়া বাইতুশরফ জামে মসজিদ।

২য় দিন প্রধান মুফাচ্চির:-মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনচারী ঢাকা, বিশেষ মুফাচ্ছির মাওঃ জামাল উদ্দীন মুহাদ্দিস আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার। পরিশেষে মাহফিলের সার্ভিক সফলতা কামনা করে মোনাজাত করেন মাওঃ ছৈয়দুল হক সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.