মাসেদুল হক আরমান
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে গতকাল সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঈদগড় বাজার ইবতেদায়ী মাদ্রাসার হল রুমে আগামী একাদশ জাতীয় সাংসদ নির্বাচন কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
মাষ্টার জসিম উদ্দীনের সঞ্চলনায় ঈদগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী।
বক্তব্য রাখেন ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আইয়ুব তাহের, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল আমিন মেম্বার, সম্পাদক অধীর কান্তি দে, আওয়ামীলীগ নেতা নুরুল আলম কুতুবী, যুবলীগ সহঃ সভাপতি জাহেদুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন,ঈদগড় ইউনিয়ন যুবলীগের সহঃ সভাপতি আকবর হোসাইন, সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহীম খলিল, ঈদগড় শ্রমিক লীগ সভাপতি আব্দু সালাম, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, ঈদগড় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাষ্টার জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক সোলতান মুহাম্মাদ কায়সার, ঈদগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোলতান মুহাম্মদ কাওসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, ঈদগড় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈদগড় স্টুডেন্ট পাওয়ার ক্লাব সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতাহারুল ইসলাম ডালিম, প্রমুখ
এসময় বক্তারা বলেন -আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে ঈদগড় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন গুলো ঐক্যবদ্ধ ভাবে কাজ চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেন। এবং আগামী একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে কক্সবাজার সদর-রামু ৩ আসনের সাংসদ আলহাজ্জ্ব সাইমুম সরওয়ার কমল কে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানিয়েছেন বক্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.