আকাশছোঁয়া দরে নাচবেন সানি

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সানি লিওন অভিনীত সিনেমা চলে না। তাতে কী? আইটেম গান দেখার দর্শকের অভাব হয় না। আজকাল নামি-দামি তারকাদের সিনেমায় আইটেম গানে নাচছেন তিনি। সে কারণেই সানির দর আকাশছোঁয়া। শুধু সিনেপর্দায় নয়; বড়দিন ও নববর্ষের পার্টিতে নাচবেন বড় অঙ্কে।‘

রয়িস’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে ‘লায়লা ও লায়লা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন সানি। ওই গানের সঙ্গে পারফর্ম করতে মুম্বাইয়ের একাধিক হোটেল সানিকে প্রস্তাব দিয়েছে।

এর মধ্যে একটি হোটেল সানিকে দিতে চায় ৪ কোটি রুপি। এমন খবরে অনেকে চোখ কপালে তুলেছেন। তবে এ বিষয়ে সানির প্রতিক্রিয়া জানা যায়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.