আওয়ামী মৎস্যজীবি লীগের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ও পৌরআওয়ামী মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ও পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে সকাল ১১.০০ ঘটিকায় কক্সবাজার জেলা সিনিয়র সহ-সভপতি আরিফ উল মওলার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং বিকাল ৪.০০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ উল মওলা। সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন আর রশিদ কোম্পানী। উক্ত সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি ডা: সোলায়মান, সহ-সভাপতি মঞ্জুর আলম টিটু, শিল্প বাণিজ্যি বিষয়ক সম্পাদক ও জেলা মূখ্যপাত্র আনোয়ার হোসেন, জেলা নেতা কামাল কোম্পানী, মো: আজাদ, দপ্তর সম্পাদক মো: জাকের। পৌর সভাপতি ফোরকান আজাদ, সাধারণ সম্পাদক এম শাহাব উদ্দিন জনী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক, মহিউদ্দিন আজাদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কান্তি দে, পৌরনেতা মো: আলম মাউন, ২নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম, ১২নং ওয়ার্ড সহ সভাপতি মো: আরমান হোসেন সৈকত, আকিব, রাসেল, পোকখালী ইউনিয়ন সভাপতি নাছির উদ্দিন প্রমূখ। সভাপতির বক্তব্যে আরিফউল মওলা মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল নেতাকর্মদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আগামীতে সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অব্যহত অগ্রযাত্রায় অংশ গ্রহনের আহবান জানান। পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.