আইসিইউতে সুরঞ্জিত সেনগুপ্ত
ওয়ান নিউজঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
তার একান্ত সহকারী কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গতকাল (শুক্রবার) ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেয়া হয়।
তিনি আরও বলেন, ‘আমরা তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.