ওয়ান নিউজ ডেক্সঃ চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপল বাজারে আনে নতুন তিন আইফোন। এর মধ্যে আইফোন এক্সএস এবং আইফোন এক্সআরের ক্যামেরায় রয়েছে এইচডিআর ফিচার।
এই দুই ফোনের ক্যামেরায় সেলফি তুললে ছবিতে মুখের চামড়াকে মসৃণ দেখায়। অন্য ক্যামেরায় ‘বিউটি মোড’ অন করে ছবি তুললে যেমন দেখায় ঠিক সেরকম। এ সমস্যা নিয়ে গ্রাহকরা বিপদে পড়েন। কোনভাবেই এই অপশন বন্ধ করা যাচ্ছিল না।
এ সমস্যা নিয়ে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেন, সোশ্যাল মিডিয়াতেও ওঠে সমালোচনার ভড়। ভার্চুয়ালে এই সমস্যাকে ‘বিউটিগেট’ অখ্যা দেওয়া হয়েছিল।
তবে আশার কথা হচ্ছে সম্প্রতি অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে আইওএস ১২.১ ভার্সন। এই ভার্সানে ‘বিউটিগেট’ সমস্যার সমাধান দিয়েছে অ্যাপল। এটি আইফোনে ইনস্টল করলে ছবিতে মুখ আর মসৃণ দেখাবে না। তবে আপাতত এটি বেটা ভার্সনে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটো পুরোপুুরি আসবে। সূত্র: এনটিডিভি
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.