আইপিএলে আজ খেলবেন সাকিব!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথমবারের মতো কলকাতার একাদশে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে। অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোমকে বসিয়ে আজ সাকিবকে খেলানো হতে পারে।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর পাঁচটি ম্যাচ খেলে একটিতে জিতে পয়েন্ট টেবিলে অষ্টম অবস্থানে তথা সবার শেষে অবস্থান করছে গুজরাট লায়ন্স।
কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, সূর্য্যকুমার যাদব/ইশাঙ্ক জাগ্গি, ক্রিস ওয়েকস, সুনিল নারিন, নাথান কুল্টার-নাইল, কুলদ্বীপ যাদব, উমেশ যাদব।
গুজরাট লায়ন্স একাদশ (সম্ভাব্য): অ্যারোন ফিঞ্চ/জ্যাসন রয়, ব্রেন্ডন ম্যাককলাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, অ্যান্ড্রু টাই, বাসিল থাম্পি, শাদব জাকাতি, ধাওয়াল কুলকারনি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.