‘আইনগত সেবা পৌঁছাতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে’

ওয়ান নিউজ ডেক্সঃ দুস্থ ব্যক্তিদের কাছে আইনগত সেবা পৌঁছে দিতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে এক মতবিনিময় ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটি এবং মানুষের জন্য ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আগে প্রতিটি জেলায় প্রখ্যাত আইনজীবীরা ফৌজদারি মামলায় এপিপি হিসেবে নিয়োগ পেতেন। এই নীতি বেশ কিছু সময় চলার পর এখন আর দেখা যাচ্ছে না।

লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের বিপরীতে সংশ্লিষ্ট মামলায় প্রথিতযশা আইনজীবীদের নিয়োজিত থাকার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এর ফলে মামালায় ভারসাম্য থাকে না। তিনি বলেন, এক পক্ষে প্রথিতযশা ও অভিজ্ঞরা থাকেন আর অন্য পক্ষে মোটামুটি প্রখ্যাত না, অনভিজ্ঞরা থাকেন। এর ফলে সরকারি তহবিল থেকে টাকা চলে যাচ্ছে, অথচ দুঃস্থরা প্রকৃতপক্ষে বিচার পাচ্ছে না। এ বিষয়টি প্রধান বিচারপতি নিরসনে সবার সহযোগিতা চান।

তিনি প্যানেল আইনজীবীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান বিচারপতি লিগ্যাল এইডের মামলায় অভিজ্ঞ আইনজীবী নিয়োগে ব্যক্তিগতভাবে একটি তহবিল গঠন করার কথা জানান।

সংবিধান প্রণয়নের পর থেকে শুনে আসছি আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের আশ্রয় সমানভাবে পাওয়ার অধিকারী-এটি কত দূর দিতে পেরেছি এ প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন, আমি বলব, পারিনি। এটি আমাদের অপারগতা।

২০০০ সালে প্রণীত আইনটি অনুযায়ি “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নিউ বেইলী রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে। এর ব্যাপ্তি সুপ্রিমকোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেয়া হয়। জেলা কমিটি গঠন, প্রতিটি জেলা জজ আদালতে এর কার্যালয় স্থাপন করা হয়েছে। এতে দরিদ্র-অসচ্ছল ও অসহায় জনগন বিচারপ্রাপ্তিতে সুবিধা পাচ্ছে। নানা প্রচার, প্রচরণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে এ সেবা বিষয়ে জনসচেতনতাও বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট টাইটাস হিল্লোল রেমা। বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.