আইটেম নিয়ে বিরক্ত সানি লিওন

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ কিছুদিন আগে মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘রইস’ সিনেমার ট্রেইলার। এতে একটি আইটেম গানে কোমর দোলাতে দেখা যায় সানি লিওনকে।

কিন্তু আইটেম গানে পারফর্ম করেও এই গান নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে সানি লিওন বলেন, ‘নাচ হলো নাচ, এখানে আইটেম নম্বর বলে আলাদা করার তো মানে হয় না! ছোটবেলা থেকে নানা ধরণের গান শুনে আমরা বড় হয়েছি। সেখানে আইটেম গান আর অন্য গানের মধ্যে পার্থক্য ছিল না। এখন কেন এই পার্থক্য করা হয় তা কে জানে!’

‘রইস’ সিনেমায় ‘লায়লা ও লায়লা’ শিরোনামের পুরোনো গানটি রিমেইক করেছেন অমিত ত্রিবেদী। আর এতে কোমর দুলিয়েছেন সানি।

সানির জীবনে স্বপ্ন ছিল শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে এই সিনেমার মাধ্যমে। খুব শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে এই চলচ্চিত্রটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.