আইএস ঘাঁটি আল বাবের দখল নেওয়া ‘সময়ের ব্যাপার’ মাত্র: এরদোয়ান

ওয়ান নিউজ ডেক্সঃ আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত সিরীয় অঞ্চল আল বাবের অভ্যন্তরে প্রবেশ করেছে তুর্কি সেনাবাহিনী, জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান। তার দাবি, আল বাবের দখল নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

‘চারদিক থেকে আল বাবকে ঘিরে ফেলা হয়েছে, ‘তুর্কি বাহিনীর সর্মথন নিয়ে তারা  একেবারে কেন্দ্রে পৌঁছে গেছে ওই অঞ্চলের।’

এরদোয়ান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় এই শহরের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এখন ‘সময়ের ব্যাপার’ মাত্র। ‘দায়েশ ফোর্স পরিপূর্ণভাবে আল বাব ছেড়ে যেতে শুরু করেছে।’ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে এই নামে ডাকা হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্টের মন্তব্যটি ঠিক সেই সময়ের যখন তুর্কি বাহিনী আল বাবে প্রবেশ করেছে।

সাংবাদিকদের তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ৫০০০ কিলোমিটারের ওই অঞ্চলকে জঙ্গিমুক্ত করা। দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিকদের জন্য একটি মুক্তাঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা চলছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.