অ্যাশ রাজি, তবু নিজের ছবিতে নিলেন না অভিষেক?
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ অতীতে বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক, ঐশ্বরিয়া। বিয়ের পরেও ‘রাবণ’ এবং ‘সরকার রাজ’-এর মতো ছবিতে দু’জনে একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু তার পরে আর অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি।
এরই মধ্যে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীরের সঙ্গে ঐশ্বর্য্যের ঘনিষ্ঠ দৃশ্য এবং একাধিক চুম্বন দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে অশান্তির খবর সংবাদমাধ্যমে রটে যায়। এরই মধ্যে আরও চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ‘হাউজফুল থ্রি’ ছবির সাফল্যের পরে আগামী বছর নিজেই একটি ছবির প্রযোজনা করতে চলেছেন অভিষেক। প্রভু দেবা পরিচালিত যে ছবির নামে হবে ‘লেফটি’। কিন্তু ঐশ্বরিয়া চাইলেও সেই ছবিতে নাকি স্ত্রীকে নিতে রাজি নন অভিষেক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.