সংবাদ বিজ্ঞপ্তি
হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বুধবার দিবাগত রাতে শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনিয়ন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ডা.নুরুল আলম ও মহিউদ্দিন আলমগীরসহ বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে অসুস্থতার খবর হাসপাতালে মেয়রকে দেখতে যান কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
বৃহস্পতিবার বিকেলে অসুস্থ নগর পিতার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন তিনি।
এসময় কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মেয়র এখন অনেকটা সুস্থ এবং ভাল আছেন। তবে রেস্টে থাকতে হবে। এছাড়া জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।
তবে হাসপাতালে অহেতুক ভীড় না করার অনুরোধ জানিয়ে দ্রুত আরোগ্য কামনায় জেলা ও পৌরবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র মুজিবুর রহমানের পরিবার।
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.