অসহায়দের জন্য ইফতার নিয়ে ছুটে গেলেন কাপ্তাই থানার ওসি

কাপ্তাই( রাঙামাটি)প্রতিনিধি
১৫০ জন দুঃস্থ, অসহায় পথচারী এবং মানসিক ভারসাম্যহীনদের মাঝে ইফতার বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে গত ৪ মে হতে ১০ দিনের জন্য কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় অসহায় দু:স্থ, পথচারী ও মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার কর্মসূচী গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ৬ মে) বিকেল ৫ টা হতে ৬ টা পর্যন্ত তৃতীয় দিনের মতো কাপ্তাইয়ের নতুনবাজার, জেটিঘাট, ব্যাঙছড়ি এলাকায় আরো ৫০ জন অসহায়, দু:স্থ পথচারী এবং মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিদের ইফতার বিতরণ করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন। এসময় কাপ্তাই ফাঁড়ির আইসি পীযুষ কান্তি দাশ সহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই কার্যক্রমে সহযোগিতা করেন। তিনি জানান, আমাদের পথের দ্বারে কতো মানসিক ভারসাম্যহীন মানুষ পড়ে থাকে, তাদের দেখলে মনটা খুব কষ্টে ভরে যায়, তাই এই পবিত্র মাহে রমজান মাসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তিনি আরোও জানান, অনেক গরীব অসহায় মানুষ ইফতার কিনতে পারে না, তাই তাদেরকে ইফতার ও নগদ টাকা সহায়তা দিয়েছি।

ছবিসংযুক্তঃ মানসিক ভারসাম্যহীনদের ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতারণ করছেন ওসি নাসির উদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.