অশান্তি সৃষ্টি করা হত্যার চেয়ে জঘণ্য অপরাধ

ওয়ান নিউজ ডেক্সঃ সমাজে অশান্তি সৃষ্টির মূল কারণ হলো ফেৎনা ছড়ানো। এ কারনে কুরআনে ফেৎনা তথা অশান্তি সৃষ্টির অপরাধকে হত্যার চেয়েও জঘন্য হিসেবে আখ্যা দিয়েছেন। আর পৃথিবীর সবচেয়ে বড় ফেৎনা হলো আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করা।

ইসলাম বিদ্বেষীরা সব সময় ইসলাম, কুরআন, রিসালাত ও মুসলমানদের ব্যাপারে ফেৎনা ও অপবাদ ছড়ানোয় ব্যস্ত। আল্লাহর বিধানের বিরোধিতা করাই ইসলামের দুশমনদের কাজ। এ কারণেই আল্লাহ তা্অলা ফেৎনা ছড়ানোর মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টিকারীদেরকে হত্যাকারীর চেয়ে জঘন্য অপরাধী হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন-

আয়াতের অনুবাদ-

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.