অরিজিন গ্রুপ (প্রাঃ) এর চেয়ারম্যান মুফিজ, এমডি ইউনুছ

সংবাদ বিজ্ঞপ্তি :
মানব সেবায় নিয়োজিত কক্সবাজারের সুপরিচিত প্রতিষ্ঠান অরিজিন গ্রুপ (প্রাঃ) লিমিটেডের ৫ম দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কোর্টবাজার অরিজিন হাসপাতালের নতুন ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুফিজ উদ্দিন চেয়ারম্যান, মোহাম্মদ শাহনেওয়াজ ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ ইউনুছ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন।

পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমি আজীবন সদস্য আদিল উদ্দিন চৌধুরী, কমিশনার হিসেবে যথাক্রমে মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ শাহনেওয়াজ, মোঃ হাশেম ও মোঃ ফোরকান দায়িত্ব পালন করেছেন।

দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে মোঃ আবদুল করিম, দরবেশ আলী, আবুল আলা রোমান, নিয়ামত উল্লাহ, মোহাম্মদ হাশেম, আবদুর রহমান।

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আদিল উদ্দিন চৌধুরী পুরো নির্বাচন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পাদন করতে সার্বিক সহযোগিতা করায় অরিজিন গ্রুপ (প্রাঃ) লিমিটেডের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.