বিশেষ প্রতিনিধিঃকক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি হরিন পাড়া এলাকার সামাজিক বনায়ন এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে ১টি বসতঘর উচ্ছেদ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের বাঘখালী রেজ্ঞ।
২৬ অক্টোবর (সোমবার) বিকালে এই অভিযান পরিচালনা করে বাঘখালী রেজ্ঞ কর্মকর্তা একেএম আতা এলাহী।
রেঞ্জ কর্মকর্তা একে এম আতা এলাহী বলেন, উত্তর বন বিভাগ এর বাঘখালী রেঞ্জাধীন গিলাতলী বিটের থিমছড়ীর সামাজিক বনায়ন এলাকায় অবৈধভাবে সদ্য গড়ে উঠা স্থাপনা করেছে জানতে পেরে রেঞ্জের সকল সদস্যদের নিয়ে হরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বসতঘরটি উচ্ছেদ করা হয়। এতে সামাজিক বনায়ন রক্ষা হয়েছে। অবৈধ দখলদারিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.