অবশেষে হারলো বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ হায়দরাবাদ টেস্টে বাংলাদেশের বোলিং আর ফিল্ডিং ব্যর্থতায় প্রথম ইনিংসেই চালকের আসনে বসেছিল ভারত। মুশফিকুর রহিমের সেঞ্চুরির কল্যাণে ম্যাচটি পঞ্চম দিনে গড়া। ফলো অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪৫৯ রানের! সহজ হিসাব ছিল চতুর্থ দিনের শেষ সেশন আর পঞ্চম দিনের তিন সেশন ধরে ব্যাট করতে হবে বাংলাদেশকে।
তবে ম্যাচটি অন্তত ড্র করা যাবে। পঞ্চম দিনে রানের ব্যবধান যেভাবে কমে আসছিল তাতে একটা বিশ্বরেকর্ডও উঁকি দিয়েছিল কারও কারও মনে। কিন্তু কোনোটাই হলো না। ঐতিহাসিক টেস্টে ইতিহাস গড়া হলো না টাইগারদের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.