অবশেষে বলিউডে ক্যাটরিনার বোন

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ অনেকদিন ধরে শোনা যাচ্ছে বলিউডে পা রাখছেন ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফ। এবার তা সত্য হতে যাচ্ছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি’সুজার দীর্ঘ দিনের সহকারী স্ট্যানলি ডি’কস্টার পরিচালনায় জুটি বাঁধছেন সুরজ পাঞ্চালি ও ইসাবেল কাইফ। প্রযোজনায় ভূষণ কুমার ও রেমো।

ছবিটি নাচ-নির্ভর। সুরজ ও ইসাবেল দু’জনকেই কঠিন কঠিন ডান্স ফর্ম করতে দেখা যাবে। সালসা, জুম্বা, বাচাতার মতো নাচে পারফর্ম করবেন সুরজ।

উচ্ছ্বসিত অভিনেতা জানান, দিনে প্রায় দশ ঘণ্টা ধরে রিহার্সাল করছেন। ইসাবেলের সঙ্গে কাজও বেশ উপভোগ করছেন আদিত্য-পুত্র।

ক্যাটরিনার বোন ইসাবেলের এটাই প্রথম হিন্দি ছবি। লাতিন ডান্সারের ভূমিকায় দেখা যাবে তাকে। এপ্রিলেই শুরু হবে ছবির শুটিং।

নাচ নিয়ে আগেও ছবি করেছেন রেমো। তবে এই ছবি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই দাবি প্রযোজকদ্বয়ের। কোরিওগ্রাফিতেও অনেক নতুনত্ব থাকবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.