অবশেষে উইকেট পেলেন সাকিব
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ লাঞ্চ ব্রেকের আগে ৭০ রানে ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে দারুণভাবে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে ৬৬ রানের জুটি গড়ে ভয়ঙ্কর কিছুরই আভাস দিচ্ছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও দীনেশ চান্দিমাল। তবে এ জুটি ভেঙে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
আগের ওভারে চান্দিমালের উইকেট পেয়েও পাননি তাইজুল। তবে জুটি ভাঙল তার হাত ধরেই। শর্ট বল ভেবে লেংথ বলটি পুল করার চেষ্টা করেছিলেন সিলভা। কিন্তু বলটি ততটা শর্ট ছিল না। একটু স্কিড করে বল আঘাত করে স্টাম্পে। ৩৪ রানে ফিরেন ধনঞ্জয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান।
তবে একপ্রান্তে দারুণ ব্যাটিং করে উইকেটে আছেন দলের মূল ভরসা দীনেশ চান্দিমাল। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ টেস্টে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। কলম্বো টেস্টেও এমন কিছুরই পূর্বাভাস দিচ্ছেন তিনি। ৫৩ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে তার সঙ্গে যোগ দিয়েছেন ডিকভেলা।
এর আগে বুধবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। শুরু থেকেই অসাধারণ বোলিং করছিল বাংলাদেশ। লাইন-লেংথ ছিল দারুণ, শরীরী ভাষা চনমনে, আক্রমণাত্মক ও উজ্জীবিত। নিজের প্রথম দুই ওভারে কোনো রান দেননি মোস্তাফিজুর রহমান। মাঝের এক ওভারে রান দেননি শুভাশীষ রায়। ফলে শুরুর তিন ওভারে থমকে শ্রীলঙ্কার রানের চাকা।
এরপরই শ্রীলঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন কাটার মাস্টার মোস্তাফিজ। তার বলে ব্যাট করতে গিয়ে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেন দিমুথ করুনারত্নে। এরপরই দলের ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে সমর্থকদের আনন্দে ভাসান মিরাজ।
দলের ১৫.২ ওভারে অসাধারণ এক ডেলিভারিতে উপুল থারাঙ্গাকে প্যাভিলিয়নে ফিরিয়ে আবারো লঙ্কান শিবিরে আঘাত হানেন মিরাজ। বল পিচ করে ঠিক যতটুকু দরকার, ততটুকুই টার্ন করে বেরিয়ে যায় ব্যাটের কানা নিয়ে। স্লিপে ক্যাচ নেন সৌম্য। থারাঙ্গা ফিরেন ৪০ বলে ১১ রানে।
লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে শুভাশীষ রায়ের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেন আসেলা গুনারাত্নে। ৩৯ বলে ১৩ রান করেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান।
এদিকে বাংলাদেশ একাদশে বড় চার পরিবর্তন এসেছে। নেটে চোট পাওয়া লিটন দাস ছিটকে গিয়েছিলেন মঙ্গলবারই। মাহমুদউল্লাহর বাইরে থাকার ঘোষণাও এসেছিল আগে। এছাড়া স্কোয়াডে রাখা হয়নি মুমিনুল হক ও তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের।
অন্যদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তন এসেছে একটি। পেসার লাহিরু কুমারার জায়গায় আরো একজন ব্যাটসম্যান বাড়িয়েছে তারা। দলে ফিরেছেন ধনঞ্জয়া ডি সিলভা। মানে লঙ্কানরা খেলছে এক পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মোস্তাফিজুর রহমান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.