অফিসার পদে নিয়োগ রেডিয়েন্ট ফার্মায়

ওয়ান নিউজঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। তরুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা:
বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও প্রার্থীদের ইংরেজি এবং বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা নিজ হাতে লেখা আবেদনপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছবিসহ জীবনবৃত্তান্ত ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২২/১ ধানমণ্ডি, রোড-২, ঢাকা-১২০৫’ ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘info.hr@radiant.com.bd’ ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন  ২১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.