চবি সংবাদদাতা:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনৈতিক কাজে বাধা দেয়ায় স্থানীয় এক মেডিকেল শিক্ষার্থীকে মারধর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম জোবরা গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিকের ভাগিনা।
জানা যায়, রোববার দুপুরে রিয়াজুল চবি মেডিকেল থেকে ল্যাবরেটরী স্কুল ও কলেজের সিঁড়ি দিয়ে নামার সময় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। তখন তাদেরকে একটু সরে যেতে বলে সে। এর কিছুক্ষণ পর রিয়াজুল তার বন্ধুর সাথে মাঠে গল্প করার সময় ৮-১০ জন ছেলে এসে তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে বেপরোয়া মারধর করে। একপর্যায়ে দায়িত্বরত নিরাপত্তাকর্মী এসে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে আহতের মামা ও চবি ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক বলেন, আমার ভাগিনা খেলতে যাবার সময় সিঁড়িতে আপত্তিকর অবস্থায় দুইজনকে দেখতে পেয়ে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করে। এর কিছুক্ষণ পর কিছু ছেলে এসে তার ফোন নিয়ে নেয় এবং তাকে মোবাইল চোর সাব্যস্ত করে আমানত হলের দিকে নিয়ে যেতে উদ্যত হয়। রিয়াজুল না যেতে চাইলে ওরা কয়েকজন লাঠি দিয়ে আঘাত করার পাশাপাশি তার মুখে ও পিঠে কিল-ঘুষি ও লাথি মারে। তাৎক্ষণিকভাবে গার্ডরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে তাকে হাটহাজারী আলিফ মেডিকেলে চিকিৎসা করাই। মারধরকারীদের সে চিনে না, তবে তারা ছাত্রলীগের কর্মী বলে জানতে পারি। আমি মৌখিকভাবে বিষয়টি প্রক্টরকে জানিয়েছি।
ঘটনার বিষয়ে চবি প্রক্টর ড রবিউল হাসান ভূইয়া বলেন, আমি স্থানীয় এক শিক্ষার্থীকে মারধরের বিষয়ে শুনেছি। আমাদের নিরাপত্তাকর্মীরা তাকে মেডিকেল সেন্টারে নিয়ে গিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.