ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলা করছে বাংলাদেশের যুবারা। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর এবার এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে আকবর আলীর দল।
বৃহস্পতিবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ হাসানের ঝড়ে ১৩ বল হাতে রেখেই ৫ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশের যুবারা। শনিবার একই মাঠে হোয়াইটওয়াশের মিশন নিয়ে খেলতে নামবে তারা।
প্রথম ম্যাচে ২১০ রানের লক্ষ্যটা ২৬ বল হাতে রেখেই তাড়া করেছিলেন পারভেজ ইমন, প্রান্তিক নাবিলরা। পরের ম্যাচে ইংলিশ যুবারা ২৫৬ রানের লক্ষ্য দাঁড় করালেও ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে টাইগার যুবারা।
একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের ধারাবাহিকতায় এ ম্যাচেও রানের দেখা পান ইংল্যান্ডের মিডলঅর্ডার লুইস গোল্ডসওয়ার্থি। ৬ চার ও ২ ছক্কার মারে ৭৩ রান করেন তিনি। এছাড়া অধিনায়ক জেমি স্মিথ ৪৮ ও উইল স্মিড ৪৩ রানের ইনিংস খেললে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রান করে ইংলিশ যুবারা। বল হাতে ৪ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
জবাবে ব্যাট করতে নেমে সফরকারীদের ওপর এক অর্থে কচুকাটা করেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। মাত্র ৪৬ বলে ১২ চার ও ১ ছক্কার মারে ৭০ রান করেন তিনি। উদ্বোধনী জুটিতে ১২.২ ওভারেই ৮৮ রান পায় বাংলাদেশ। অপর ওপেনার প্রান্তিক নাবিল আউট হন ৩১ রান করে।
আগের ম্যাচের জয়ের নায়ক পারভেজ ইমন এদিন আউট হয়েছেন ১১ রান করে। দলীয় ১১৯ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তানজিদ। ৩ রান পরই শামীম হোসেনের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
তবে পঞ্চম উইকেটে মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক আকবর আলীর ১০৬ রানের জুটিতে জয় সহজ হয়ে যায় বাংলাদেশের। দলীয় ২২৮ রানের মাথায় ৫৭ রান করে ফিরে যান আকবর। মৃত্যুঞ্জয় চৌধুরীকে সাথে নিয়ে ম্যাচ শেষ করেন মাহমুদুল। তিনি অপরাজিত থাকেন ৫৮ রানে।
শনিবার মাঠে গড়াবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর দুইটি চারদিনের যুব টেস্ট খেলবে দুই দল। ফেব্রুয়ারির ৭ এবং ১৮ তারিখে মাঠে গড়াবে সে দুই ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৫৬/৭ (চার্লসওয়ার্থ ৩৯, স্মিড ৪৩, স্মিথ ৪৮, গোল্ডসওয়ার্থি ৭৩, হিল ১২, কক্স ০, মোজলি ১, বল্ডারসিন ২৯*, অলড্রিজ ৪*; সাকিব ১/৫১, মৃত্যুঞ্জয় ৪/৫০, রাকিবুল ০/৪৫, শামিম ০/৩১, আশরাফুল ১/৪১, রিশাদ ১/৩১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.৫ ওভারে ২৫৮/৫ (তানজিদ ৭০, প্রান্তিক ৩১, পারভেজ ১১, মাহমুদুল ৫৮*, শামিম ০, আকবর ৫৭, মৃত্যুঞ্জয় ১২*; কাদরি ৩/৪৮, হিল ১/৪০, বল্ডারসন ১/৪৯)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.