ওয়ান নিউজ ডেক্স: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক থ্রি-জি ফোর-জি থেকে টু-জি তে নামিয়ে আনতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয় বিটিআরসি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে। তবে সারাদেশে টুজি সেবা চালু থাকবে।
নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এরই মধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.