অনলাইনে স্বর্নালী সাহার ‘আমারই মন’

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ডিজিটাল মিউজিক লাইব্রেরি জিপি মিউজিকে ভালোবাসা দিবসকে সামনে রেখে প্রকাশ হয়েছে স্বর্নালী সাহার গান ‘আমারই মন’। গানটির কথা ও সুরে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মুন।

নতুন গান নিয়ে জানতে চাইলে স্বর্নালী বলেন, “আমার প্রথম গান প্রকাশিত হয় ২০১৪ সালে ইবরার টিপু ভাইয়ের সুর-সঙ্গীতে ও মিথিলা ইবরারের কথায়। গানটির শিরোনাম ছিল ‘তোমাকে ছাড়া’। সেই গানটির ভিডিও খুবই জনপ্রিয় হয়েছে। এরপর ব্যাক্তিগত ঝামেলার কারণে গানে বেশি সময় দিতে পারিনি। অনেকদিন পরে নতুন একটা গান করেছি।”

তিনি আরো জানান, বৈশাখে গানটির ভিডিও প্রকাশ হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.