অধ্যক্ষ ক্য থিং অং এর মাতৃ বিয়োগ , সিটি কলেজের শোক

ওয়ান নিউজঃ কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর মাতা ইনসেনটা রাখাইন আর নেই । তিনি আজ সকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গেছে , ব্রেইন স্ট্রোক জনিত কারণে তাকে গত কয়েকদিন আগে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে আজ বুধবার, ১৮ই জানুয়ারি সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন । তিনি ৭ ছেলে ও ১ মেয়ের জননী। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান ছোট ভাই বিদেশ থাকার কারণে আগামী শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ক্য থিং অং ।

এদিকে এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী , গভর্ণিং বডির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ , অধ্যাপক নাসির উদ্দিন ও অধ্যাপক সৈয়দা রিফাত জাহান ।

উল্লেখ্য ,ইনসেনটা রাখাইন কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইনের শ্বাশুড়ি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.