ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নেতৃত্বের পরিবর্তন ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বেচ্ছায় টেস্ট অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন কার্লোস ব্র্যাথওয়েট। আর টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে রোভম্যান পাওয়েলকে।
নতুন টেস্ট অধিনায়ক কে হবেন, সে ঘোষণা না দিলেও নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। শাই হোপই এ দায়িত্ব পালন করবেন এখন থেকে।
চার বছর দায়িত্ব পালন করার পর নিজে থেকে টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে এ খবর। এখন নতুন অধিনায়কের নেতৃত্বে পরবর্তী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সিডব্লিউআই জানিয়েছে, আগেই অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ব্র্যাথওয়েট।
আগামী সপ্তাহে জানা যাবে নতুন টেস্ট অধিনায়ক কে হতে যাচ্ছেন। ব্রাথওয়েটের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে সিডব্লিউআই বিবৃতিতে লিখেছে, ‘আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন ব্রাথওয়েট। বছরের শুরুতেই নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখে সে। পাকিস্তানের বিপক্ষে সফলভাবে সফর শেষ করার পরও।’
তিনমাস পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তার আগেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর ২টি ম্যাচ খেললেই ক্যারিয়ারে শততম টেস্টের ক্যাপ পরতেন তিনি। মাইলফলকের টেস্টটি নিজের নেতৃত্বেই খেলতে পারতেন এই ওপেনার; অথচ এ সুযোগটা মিস করলেন তিনি।
২০২২ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর দুর্দান্ত এক জয় পেয়েছিলো ক্যারিবীয়রা। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে নাটকীয়ভাবে সিরিজে সমতা এনেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সব সাফল্যই এসেছে ব্র্যাথওয়েটের অধীনে। ৩৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এ সময় জিতেছে ১০টি ম্যাচে। হেরেছে ২২ টেস্টে। বাকিগুলো ড্র।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমাদের টেস্ট দলের একজন অসাধারণ অধিনায়ক। তিনি দলকে পরিচালনা করেছেন দারুণ শৃঙ্খলার সঙ্গে, প্রাণোচ্ছলতা এবং গভীর বোঝাপড়ার মধ্য দিয়ে।’
একই সঙ্গে সাদা বলের নতুন অধিনায়ক শাই হোপের উচ্ছ্বসিত প্রশংসা করে স্যামি বলেন, ‘শাই হোপের নিয়োগ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সামনে অগ্রগতিরই একটি বার্তা দিচ্ছে। গত দেড় বছর ৫০ ওভার ক্রিকেটে তিনি যে সাফল্য দেখিয়েছেন, সেটাই এর অর্থ বহন করে।’
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.