অংশগ্রহণমূলক নির্বাচনে আইপিইউ সদস্যদের নৈতিক অবস্থান চায় বিএনপি

ওয়ান নিউজঃ বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ আহ্বান জানান।

জমির উদ্দিন সরকার বলেন, ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদস্যদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন এ দেশের সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।’

গত শনিবার থেকে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হওয়া আইপিইউ-এর ১৩৬তম সম্মেলনে অংশগ্রহণকারী সকল অতিথির দেশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, আইপিইউ সদস্যরা নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দিয়েছেন। অথচ আমাদের দেশে অনুষ্ঠিত সংসদীয় রাজনীতির এ মহাসম্মেলনে বাংলাদেশের জনগণের প্রকৃত কোনো প্রতিনিধিত্ব নেই। সংসদ সদস্য নামে আজ এ সম্মেলনে যারা প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পার্লামেন্টের পক্ষে অংশ নিচ্ছেন তারা ভুতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।

কোটি কোটি মানুষের ভোটে নির্বাচিত পৃথিবীর ১৩১টি দেশের প্রতিনিধি একত্রিত হয়ে এই গ্রহের সংকট নিয়ে আলোচনার স্থান হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বেছে নিয়েছে যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। এই সম্মেলন এটাই প্রমাণ করে যে, সারা বিশ্বে সংসদীয় শাসনব্যবস্থাই সর্বোত্তম গণতান্ত্রিক ব্যাবস্থা। অথচ দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের মানুষ পরীক্ষিত সেই সর্বোত্তম ব্যবস্থা থেকে বঞ্চিত। বাংলাদেশের মানবাধিকার পুরোপুরি ভূলুণ্ঠিত। গুম, খুন, গ্রেফতার রাজনীতিক মিথ্যা মামলায় জনগনের নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা জর্জরিত। কোথাও কোনো অধিকার নেই। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রীতিনীতি  শাসক মহল পুরোপুরি বিসর্জন দিয়েছে। চালু হয়েছে একদলীয় নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসন। এই মুহূর্তে বাংলাদেশে তথাকথিত পার্লামেন্ট রয়েছে তা এ দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না।

একই সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সম্পন্ন হওয়া বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বলেন, ‘বৈঠকের আইপিইউ সদস্যদের অভিনন্দন জানানো হয়েছে। একইসঙ্গে বৈঠকে বিস্ময় প্রকাশ করা হয়, যে দেশের পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেফতার ও মিথ্যা মামলায় জর্জরিত সেই দেশে আইপিইউ-এর এই সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.