টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই চাই জয়। কার্ডিফে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি। শুক্রবার সকালেও ছিল বৃষ্টির দাপট। বৃষ্টি থাকার পর মাঠ উপযোগী করতে নির্ধারিত সময় পার। তবে আশার কথা ১ ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশ সময় সাড়ে ৪টায় শুরু হচ্ছে ম্যাচ। এর আগে হয়ে গেল টস। আর তাতে জয় পেয়ে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বাংলাদেশের একাদশে ২টি পরিবর্তন এসেছে। আগের দুই ম্যাচে তিন নম্বরে ব্যাট করা ইমরুল কায়েস বাদ পরেছেন। তার জায়গায় দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে তিন নম্বরে ব্যাট করতে পারেন সাব্বির রহমান। তাছাড়া কার্ডিফের বাউন্সি পিচের কারণে একাদশে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। আর তাকে জায়গা ছেড়ে দিতে হতে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
Comments are closed.