এইচএসসিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ
ওয়ান নিউজঃ এইচএসসিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মনোনীতদের শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। রোববার দিবাগত রাতে এই তালিকা প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন, ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।
Comments are closed.