বঙ্গভবনে আয়নাবাজি দেখলেন রাষ্ট্রপতি
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ গেল বছরের দর্শকপ্রিয় চলচ্চিত্র অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত ‘আয়নাবাজি’। চঞ্চল চৌধুরী ও নাবিলা অভিনীত ছবিটি বিশ্বের নানা প্রান্তের দর্শকদের কাছে প্রশংসা পেয়েছে। সেই প্রাপ্তির ঝুলিতে এবার যুক্ত হলো বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রশংসাও।
সিনেমাটি প্রদর্শনে সহযোগিতা করে জাজ মাল্টিমিডিয়া। রাষ্ট্রপতি পরিবারের সঙ্গে এটি উপভোগ করতে সে সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজি’র প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টম ক্রিয়েশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা আদিল, পরিচালক আমিতাভ রেজা চৌধুরী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, নির্বাহী প্রযোজক এশা ইউসুফ, অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও গাজী টিভির এমডি আমান আশরাফ ফায়েজ।
Comments are closed.