হাসিনার ভয় ওখানেই : ফখরুল
ওয়ান নিউজঃ বিএনপিকে ভাঙতে না পারাই শেখ হাসিনার বড় কষ্ট বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। শত নির্যাতন, অত্যাচার করেও বিএনপিকে ভাঙা যাবে না। আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। ভিন্নমত স্তব্ধ করে বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে চায়।
মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী সোহেলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা আমান উল্লাহ আমান, শিরিন সুলতানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
Comments are closed.