আইসিটি মামলায় সাংবাদিক রাজু গ্রেফতার
ওয়ান নিউজঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) করা মামলায় নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ। রাজধানীর সেগুনবাগিচার অফিস থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে সোমবার সাংবাদিক রাজুকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আমেনা বেগম।
খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক রাজুর বিরুদ্ধে আইসিটি আইনে মামলাটি করেছে ওয়ালটন গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিজেদের অনলাইন মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের মাধ্যমে দেশীয় ব্র্যান্ড ও দেশীয় শিল্পের ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে এ মামলা করা হয়।
Comments are closed.