আন্ডারলেখটকে ২-১ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইউরোপা লিগ ফুটবলে আন্ডারলেখটকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপর ম্যাচে মোনাকোর কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড।
আন্ডারলেখটের বিপক্ষে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে ম্যান ইউ। ১০ মিনিটে রেড ডেভিলসদের এগিয়ে দেন হেনরিক মেকতারিয়ান। তবে ৩২ মিনিটে আন্ডারলেখটকে সমতায় ফেরান সোফিয়ান হানি।
এরপর সমান তালে লড়তে থাকে উভয় দলই। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে মার্কাস রাশফোর্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল।
অন্যম্যাচে, মোনাকোর কাছে পাত্তাই পায়নি বরুশিয়া ডর্টমুন্ড। ৩ মিনিটে লোটিন ও ১৭ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের গোলে লিড নেয় মোনাকো। ৪৮ মিনিটে এক গোল শোধ দেন মার্কো রিউস। কিন্তু ৮১ মিনিটে ভালেরে জার্মেইয়ের গোলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো।
Comments are closed.