বৈশাখের আগে ঘরের পরিচ্ছন্নতা
ওয়ান নিউজ ডেক্সঃ উৎসব হোক কিংবা কোনো অনুষ্ঠান, শুরু হয় তা ঘর থেকেই। আনন্দকে কয়েকমাত্রায় বাড়িয়ে দিতেই পরিবারের সাথে সময়কে ভাগাভাগি করে নেওয়া। তাই নিজের পাশাপাশি চাই ঘরের পরিবেশটাকেও উৎসবমুখর করে তোলা। আর কিছুদিন পরেই বৈশাখ তাই চাই এই মুহূর্তে খুব কম সময়ে আর সহজে ঘরের পরিচ্ছন্নতা। যাতে আপনি আপনার ঘরের ভেতরে তৈরি করতে পারেন বৈশাখের আমেজ।
ঘরের আসবাবপত্রের মধ্যে আলমারি, ড্রেসিং টেবিল, টি-টেবিল ঝেরে মুছে রাখুন। খাবার টেবিলের মেলায় নতুন টেবিল ক্লথ ব্যবহার করতে পারেন। সোফাসেটের বেলায় রুম বুঝে ছোট কিংবা বড় সেট কিন্ততে পারেন নতুন বছরকে মাথায় রেখে। অথবা পুরানো সোফা সেটের কাভার বদলে তাকে নতুনত্ব দিতে পারেন।
এর পরেই আসে ফ্লোরের কথা। বেশিরভাগ বাড়িগুলোতেই এখন ফ্লোরে টাইলস ব্যবহার করে হয়। আর যত্নের অভাবে তা খুব সহজেই কালো আর দাগে ভরে যায়। তাই নতুন বছর আসার আগে ভাগেই তাকে মুছে নতুন করে তুলুন। এবার আসা যাক রান্ন ঘরের দিকে। অনেকের ধারনা রান্ন ঘরের ক্ষেত্রে পরিছন্নতার কি প্রয়োজন? রান্না ঘর মূলত একটি ঘরের প্রাণকেন্দ্র। তাই রান্না ঘরের চাই প্রকৃত পরিচ্ছন্নতা।
বৈশাখের সময় নানা ঝামেলা থাকে আর তার সাথে মুখরোচক সব রান্না। তাই আগে থেকে কোন পাত্রে রান্না করবেন, কী ধরনের বাটি, বোল, প্লেট প্রয়োজন তার একতা লিস্ট করে নয়ে একটি আলাদা তাকে সাজিয়ে নিন। যেন তা আপনি বৈশাখের সময় খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। আর খেয়াল রাখুন যাতে তা ঠিক ভাবে ধোয়ামোছা থাকে।
এছাড়া ঘরে জমে থাকা কাপর কোথাও স্তুপ করে ফেলে রাখবেন না। এটি ঘরকে বাজে ভাবে উপস্থাপন করে। তাই ঘরে জমে থাকা কাপড় পরিষ্কার করে আলাদাভাবে তা তাকে উঠিয়ে রাখুন। এর পাশাপাশি ভ্যাকিউম ক্লিনার দিয়েও আপনি আপনার ঘরের কোনায় জমা ময়লাগুলোও পরিষ্কার করে নিতে পারেন। আর বৈশাখের আগেই নিজের মনের মতো ঘরটিকে সাজিয়ে নিন।
Comments are closed.