খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে : নাসিম
ওয়ান নিউজঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগকে বালখিল্য কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, ‘খালেদা জিয়া ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছেন, প্রতিবছর যা বাজান। দেশ কখনো বিক্রি করা যায় না। যে দল নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে, সে দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ হাস্যকর। খালেদা জিয়ার মতিভ্রম হয়েছে। হতাশ হয়ে তিনি এ ধরনের কথা বলছেন।’
খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুন। এ ধরনের বালখিল্য কথা বলবেন না।’
আগামী ১৭ এপ্রিলের মুজিব নগর দিবস নিয়ে এরআগে নাসিমের নেতৃত্বে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৭ এপ্রিল সারাদেশে পতাকা উত্তোলনসহ মুজিবনগরে শ্রদ্ধা নিবেদন ও জনসবা করার সিদ্ধান্ত হয়।
পরদিন ১৮ এপ্রিল কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
Comments are closed.