কোটবাড়ির জঙ্গি আস্তানায় অভিযানে প্রস্তুত সোয়াত
ওয়ান নিউজঃ কুমিল্লা কোটবাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি শেষ পর্যায়ে। যেকোনো সময় অভিযান শুরু হবে।
ঘটনাস্থলে বর্তমানে চট্টগ্রাম থেকে আসা সোয়াত এর একটি টিম ছাড়াও র্যাব, ক্রাইম সিন ইউনিট, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
এদিকে শুক্রবার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলের পাশের প্রায় ২ কি. মি. এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
অভিযানকে কেন্দ্র করে ওই বাড়ির চারদিকে এক কিলোমিটার এলাকা জুড়ে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছে। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান থাকায় স্থানীয় এলাকার লোকজনকে বাড়ি সংলগ্ন সড়কে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
Comments are closed.