ভোট শেষে কথা হবে, প্রয়োজনে আন্দোলন : সাক্কু
বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু ভোটে কারচুপির অভিযোগ এনে বলেছেন, তিনি ভোট শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজন হলে আন্দোলন করবেন। তবে ভোট বর্জন করবেন না, ভোট শেষ না হওয়া পর্যন্ত মাঠেই থাকবেন। বেলা আড়াইটার দিকে কুমিল্লা মর্ডান স্কুলকেন্দ্র পরিদর্শনকালে সাক্কু সাংবাদিকদের এসব কথা বলেন।
সাক্কু অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল। তা তারা পালন করতে পারেনি। তারা বলেছিলেন, সুষ্ঠু ভোট করবেন। কিন্তু তার জন্য তারা কি কাজ করছেন, প্রশ্ন রাখেন সাক্কু।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাক্কু বলেন, ‘এটাকে কী নির্বাচন বলে? আমিতো ভেসে যাচ্ছি না। নির্বাচনের পর এ বিষয়ে কথা বলবো। প্রয়োজনে আন্দোলনে যাবো। সহিংস আন্দোলন নয়। আমি গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমি অনশনে যেতে পারি বা মিছিল করতে পারি। আমি বিশ্বকে জানাবোই, নির্বাচনে কী হয়েছে?’
Comments are closed.