শিগগির বাংলাদেশ সীমান্ত সিল করবে ভারত
ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশ ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এ কথা জানান।
মধ্যপ্রদেশের টেকানপুরে বিএসএফ’র এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত দিল্লি সিল করে দিতে চলেছে। এতে সন্ত্রাসবাদ যেমন দমন করা যাবে, তেমনই মেটানো যাবে অনুপ্রবেশকারী সমস্যা।
বিএসএফ’র প্রশংসা করে রাজনাথ বলেন, প্রতিবেশী দেশগুলির কাছে বিএসএফ এখন এক পরিচিত নাম, আন্তর্জাতিক সীমান্তে ২ তরফের বোঝাপড়ার ধরনই পাল্টে দিয়েছে তারা।
জওয়ানদের নানা অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতেও কেন্দ্র সক্রিয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। বাহিনীর মধ্যেই এ জন্য গঠিত হচ্ছে গ্রিভ্যান্সেস রিড্রেসাল মেকানিজম।
সূত্র : এবিপি আনন্দ
Comments are closed.