অভিলম্বে ৭দিনের মধ্যে দক্ষিণ রুমালিয়ারছরাস্থ চেয়ারম্যান ঘাটা হতে বাচাঁমিয়ার ঘোনা পর্যন্ত রাস্তার কাজ শুরু করা হউক
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার পৌরসভার অবহেলিত ও উন্নয়নের ছোঁয়াহীন ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরাস্থ বৃহত্তর বাচাঁমিয়ার/আশুর/মকতুলের ঘোনার যাতায়াতের একমাত্র অবলম্বন চেয়ারম্যান ঘাটা হতে বৃহত্তর বাচাঁমিয়ার ঘোনা রাস্তাটিতে দীর্ঘদিন যাবত উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার হাজার হাজার জনগনের একমাত্র রাস্তাটি উন্নয়ন না হওয়াতে প্রতিদিন শত শত কোমলমতি ছেলে/মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো কষ্টকর হয়ে পড়েছে। জরুরী ভিক্তিতে কোন রোগী বা ফায়ার সার্ভিসের এবং আইন-শৃংখলা বাহিনী কোন অভিযান চালাতে গেলে সম্ভব হয় না। যার ফলে এলাকাটি সন্ত্রাসী, চাদাঁবাজি, মাদক, অপহরণকারীর এলাকা হিসেবে পরিচিত লাভ করেছে। গত বছর ১৫জানুয়ারী বৃহত্তর বাচাঁমিয়ার/আশুর/ মকতুলের ঘোনার এলাকার সমাজ সেবামূলক সংগঠনের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে সম্বর্ধনাকালে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও সময়ের সাহসী সন্তান মাহবুবুর রহমান চৌধুরী বলেন আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার প্রদান হবে। কথা মতো এক সপ্তাহের মধ্যে টেন্ডার প্রদান করলেও অদ্যাবদি রাস্তার উন্নয়নের কাজ শুরু হয়নি।
গতকাল ২৪/০৩/১৭ইং শুক্রবার সংগঠনের সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে মোহাম্মদ সিকান্দরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাসিক সভা আরম্ভ হয়। সভায় এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি ও রাস্তার উন্নয়নের কাজ নিয়ে আলোচনা করা হয়। এতে এখনও রাস্তার উন্নয়নের কাজ শুরু না হওয়ায় নিন্দা প্রস্তাব গৃহিত হয়। সভায় অভিলম্বে ৭দিনের মধ্যে দক্ষিণ রুমালিয়ারছরাস্থ চেয়ারম্যান ঘাটা হতে বাচাঁমিয়ার ঘোনা পর্যন্ত রাস্তার কাজ শুরু করা না হলে পৌরসভা ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাও.শাহ আলম, এড.আবিদুর রহমান, এড.মোশারফ হোসেন, ওয়ান নিউজ ডট কম ডট বিডি’র সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, ডাঃ আয়ুব, নুর হোসেন ফকির, নবী হোসেন, হাজী মাহমুদুল হক, আজিজুর রহমান মিস্ত্রি, আবু ছৈয়দ মিস্ত্রি, মাষ্টার নুরুল কবির, মোহাম্মদ ওসমান-১, মতিউর রহমান, মোহাম্মদ সেলিম, আবুল ফয়েজ, মোঃ ইউনুছ, মোঃ ফরিদ আলম, মোঃ বাহাদুর, আবদুল্লাহ, রুবেল, কবির আহমদ, মোঃ জমির উদ্দিন, মোঃ ইসলাম, হাবিব উল্লাহ, বাবুল, শামশুল আলম, মোঃ ইউনুছ, সোহেল, মোঃ হোছন, ছৈয়দ উল্লাহ, মোহাম্মদ আসিফ, খুইল্যা মিয়া, জাফর আলম, নুরুল আলম সওঃ, মোঃ রশিদ মুন্সি, মোঃ হাসান, মোঃ ছলিম, মনির, হাফেজ উল্লাহ, রহিম, তৌফিক, জামাল, দিলু, মোবারক হোসেন, ফজল আহমদ, আশরাফুল প্রমুখ।

সমাপনী বক্তব্যে সভাপতি আবদুল লতিফ বলেন, আগামী বর্ষা মৌসুমের আগে রাস্তার কাজ শেষ করতে হবে অন্যথায় এলাকাবাসীকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে। কক্সবাজার পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বিশেষ করে ৭নং ওয়ার্ডে অত্র এলাকায় অদৃশ্য কারণে রাস্তা-ঘাট উন্নয়নের কোন ছোয়া লাগেনি। তাই এলাকাবাসীর প্রশ্ন “আর কতো দুর্ভোগ সইবে মানুষ?
Comments are closed.