সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা : ৪ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল
ওয়ান নিউজঃ সেন্টমার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো স্থাপনা তৈরির ঘটনা এবং বিরল প্রজাতির কচ্ছপ এবং শামুক রক্ষা করার আদেশ সঠিকভাবে প্রতিপালন না করায় বন পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।
Comments are closed.